ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে: ইনু  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ১০ অক্টোবর ২০১৮

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা হত্যা ছিল ইতিহাসের ঘৃণ্য সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। মামলার এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।    

রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার এমন হামলা-হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল। আজকের ঐতিহাসিক এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেল।

এর আগে ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে ওই হামলার ঘটনায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ও খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া এ মামলার আসামি ১১ সরকারি কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৪ বছর আগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৪০০ নেতাকর্মী।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি